image

গৌড় লুকোচুরি দরওয়াজা Gour Lukochuri Darwaja

মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় চন্দননগর গ্রামে এই দরওয়াজা টি অবস্থিত। এই দরওয়াজা টিকে শাহী দরওয়াজা বা শাহ সুজার দরওয়াজা বা লক্ষ ছিপি দরজা নামেও অভিহিত করা হয়। প্রত্যেকটি নামকরণের পেছনেই কিছু কাহিনীর উল্লেখ করা হয়েছে

দরজাটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে শিশুরা এখানে লুকোচুরি খেলতো তাই একে লুকোচুরি দরওয়াজা বলা হয়।
কেউ কেউ বলেন পূর্ববর্তী কোন সময় বাদশা বেগমরা, লুকোচুরি খেলার জন্য এই জায়গাটিকে ব্যবহার করত তাই এর নাম লুকোচুরি দরজা।
অনেকের মতে ১৬৫৫ খ্রিস্টাব্দে শাহ সুজা এই ফটকটি নির্মাণ করেন , তিনি হাওদা সমেত হাতি নিয়ে এই ফটকের ভিতর দিয়ে যাতায়াত করতেন তাই এর নাম শাহ সুজার দরজা।

এটি রাজপ্রাসাদে প্রবেশে পূর্ব দিকের ফটক। এই দরওয়াজা আর দেওয়াল আট ফুট আট ইঞ্চি চওড়া এবং ভেতরে ২৫ ফুট চওড়া। ফটকের দুদিকে প্রহরীদের ঘর রয়েছে এবং ওপরে শানাই বাজানোর জন্য নহবত খানা আছে। এই স্থাপত্যটি ইট দিয়ে তৈরি।

This gate is located in Chandannagar village in English Bazar area of Malda district. This gate is also called Shahi Darwaza or Shah Shuja Darwaza or Laksh Chipi Darwaza. Some stories are mentioned behind each name.
The door was abandoned for a long time, so children used to play hide and seek here, so it is called the Hide and Seek Door.
Some say that in the past, the Badsha Begums used this place to play hide and seek, hence its name, the Hide and Seek Door.
In another opinion Shah Shuja built this gate in 1655 AD. He used to travel through this gate with his elephants , hence its name Shah Shuja's Gate.
This is the eastern gate to the palace. The gate and the wall are eight feet eight inches wide and 25 feet wide inside. There are guard houses on both sides of the gate and a nahabat khana for playing the shanai (flute). This structure is made of bricks. 

Related Articles

দরওয়াজা Gate

গৌড় গুমটি গেট Gour Gumti Gate

মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় চন্দননগর গ্রামে এই স্থাপত্যটি অবস্থিত। ফারসি শব্দ গুমবদ থেকে এই কথাটি এসেছে। এর অর্থ প্রহরীর কুটির। স্থাপত্যটি বাইরের দিকের মাপ হল প্রতিদিকে ৪২ ফুট ৮ ইঞ্চি এবং ভেতর দিকে ২৫ ফুট করে। এটি দুর্গের একটা ছোট্ট ফটক ছিল । পূর্ব-পশ্চিম দুদিকেই ইট দিয়ে তৈরি স্তম্ভ আছে। কোথাও কোথাও কার্নিশের অলংকরণ […]

Read More
দরওয়াজা Gate

গৌড় দাখিল দরওয়াজা Gour Dakhil Darwaja

মালদা জেলার গৌড়ে, বাদুলিয়া বাড়ি গ্রামে এই স্থাপত্যটি অবস্থিত। এটি গৌড়ে ঢোকার সিংহ দ্বার বা মূল দরজা। এই দরজার পাশে গড় থেকে সুলতান ঢোকার সময় সম্মান প্রদর্শন করা হতো। তাই এটাকে সেলামি দরজা বলে। সুলতানি আমলে বিভিন্ন সময় এই দরজাটির সংস্কার সাধন করা হয়েছে। বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে বোঝা যায় যে এর চার কোনায় চারটি […]

Read More