image

গৌড় দাখিল দরওয়াজা Gour Dakhil Darwaja

মালদা জেলার গৌড়ে, বাদুলিয়া বাড়ি গ্রামে এই স্থাপত্যটি অবস্থিত। এটি গৌড়ে ঢোকার সিংহ দ্বার বা মূল দরজা। এই দরজার পাশে গড় থেকে সুলতান ঢোকার সময় সম্মান প্রদর্শন করা হতো। তাই এটাকে সেলামি দরজা বলে। সুলতানি আমলে বিভিন্ন সময় এই দরজাটির সংস্কার সাধন করা হয়েছে।
বর্তমানে ধ্বংসপ্রাপ্ত অবস্থা থেকে বোঝা যায় যে এর চার কোনায় চারটি বুরুজ ছিল। গোলাকার বুরুজটিতে টেরাকোটা সমৃদ্ধ ভাস্কর্য ছিল। দাখিল দরওয়াজায় থাকা ইট এবং পোড়ামাটির কাজগুলো থেকে প্রাক মুসলিম যুগের প্রভাব বোঝা যায়।
ফটকের সাথে লাগানো বড় ছিদ্রযুক্ত পাথর দেখে , এর সাথে লাগানো ফটকের দরজার বিশালত্ব অনুমান করা যায়। ফটকটির  উচ্চতা ৪৯ ফুট এবং এর বিস্তৃতি ৭৩ ফুট চার ইঞ্চি।
বর্তমানে ফটকটির অনেকটাই ধ্বংসপ্রাপ্ত। তা সত্ত্বেও এর মিনারের স্থাপত্য শৈলী এখনো দর্শনীয়।

This structure is located in Badulia Bari village of Gaure in Malda district. It is the Principal Gate or the main gate of Gaure. The Sultan used to be shown respect when he entered from the palace next to this gate. That is why it is called the Selami Gate.
This gate was renovated several times during the Sultanate period.
From its current ruined state, it is understood that it had four towers at its four corners. The round tower had rich terracotta sculptures. The brick and terracotta work on the Dakhil Darwaza indicates the influence of the pre-Muslim era.
The large perforated stones attached to the gate suggest the size of the gate attached to it. The height of the gate is 49 feet and its width is 73 feet 4 inches.
At present, most of the gate is in ruins. Despite this, the architectural style of its minar is still spectacular. 

Related Articles

দরওয়াজা Gate

গৌড় গুমটি গেট Gour Gumti Gate

মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় চন্দননগর গ্রামে এই স্থাপত্যটি অবস্থিত। ফারসি শব্দ গুমবদ থেকে এই কথাটি এসেছে। এর অর্থ প্রহরীর কুটির। স্থাপত্যটি বাইরের দিকের মাপ হল প্রতিদিকে ৪২ ফুট ৮ ইঞ্চি এবং ভেতর দিকে ২৫ ফুট করে। এটি দুর্গের একটা ছোট্ট ফটক ছিল । পূর্ব-পশ্চিম দুদিকেই ইট দিয়ে তৈরি স্তম্ভ আছে। কোথাও কোথাও কার্নিশের অলংকরণ […]

Read More
দরওয়াজা Gate

গৌড় লুকোচুরি দরওয়াজা Gour Lukochuri Darwaja

মালদা জেলার ইংলিশ বাজার এলাকায় চন্দননগর গ্রামে এই দরওয়াজা টি অবস্থিত। এই দরওয়াজা টিকে শাহী দরওয়াজা বা শাহ সুজার দরওয়াজা বা লক্ষ ছিপি দরজা নামেও অভিহিত করা হয়। প্রত্যেকটি নামকরণের পেছনেই কিছু কাহিনীর উল্লেখ করা হয়েছে দরজাটি দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় থাকার ফলে শিশুরা এখানে লুকোচুরি খেলতো তাই একে লুকোচুরি দরওয়াজা বলা হয়।কেউ কেউ বলেন পূর্ববর্তী […]

Read More