image

গেঁড়িবুড়ি Geriburi

পশ্চিম মেদিনীপুর জেলা দাসপুর থানার অধীনে গ্রাম বলিহারপুর। এখানে গেঁড়িবুড়ি তলায় একটি এক রত্ন মন্দিরে লৌকিক দেবী গেঁড়িবুড়ির পূজা করা হয়। আমুল সংস্কার হয়ে যাওয়া এই মন্দিরটি তে কয়েকটি টেরাকোটার ফুল এবং রাধা কৃষ্ণের মূর্তী দেখতে পাওয়া যায়। বর্তমানে অলংকরণ গুলি সম্পূর্ণভাবে রং করা।  মন্দিরটি দক্ষিণমুখী
সম্মুখভাগে ত্রিখিলানের উপরিস্থিত বক্র কার্নিশ এর উপরে প্রতিষ্ঠা লিপিতে দেখা যায় -
" ষুভমস্তু / সকাব্দা ১৬৭৯ / সন ১১৬৪ "
অর্থাৎ মন্দিরটি ১৭৫৭ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের তিনদিকেই ত্রিখিলান  প্রবেশ অলিন্দ আছে।

Baliharpur is a village under Daspur police station in Paschim Medinipur district. Here, the local  goddess Geniburi is worshipped in a single Pinnacled temple at the base of a hill. This temple, which has been completely renovated, has a few terracotta flowers and the idols of Radha Krishna can be seen. At present the decorations are completely painted. The temple faces south. The inscription on the curved cornice above the three arches on the facade reads -

Ṣubhamastu/ sakābdā 1679/ sana 1164"

means the temple was established in 1757 AD. There are three-arched entrance porches on all three sides of the temple 

Related Articles

একরত্ন Ek Ratna

দাসপুর গোপিনাথজিউ Daspur Gopinath Jiu

পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এলাকায় সিংহ পাড়ায় একটি পূর্বমুখী এক রত্ন মন্দির আছে। এটি সিংহ পরিবার কর্তৃক স্থাপিত গোপীনাথের মন্দির। সামনের দিকে একটি অস্পষ্ট ফলক দেখে বোঝা যায় যে মন্দিরটি ১৬৩৮ শকাব্দ অর্থাৎ ১৭১৬ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়েছিল। মন্দিরের চুড়াটি ছাদের মাঝখানে এমন ভাবে বসানো যে বাইরে থেকে দেখলে মনে হবে যেন এটি আলগোছে বসানো হয়েছে। […]

Read More
একরত্ন Ek Ratna

মহানাদ জটেশ্বর মন্দির Mahanad Jateswar Temple

হুগলি জেলার পোলবা দাদপুর ব্লকের অন্তর্গত মহানাদ – জাততলা গ্রামে যে অপূর্ব স্থাপত্যটি বর্তমান সেটি হল জটেশ্বর নাথের শিব মন্দির। গঠন শৈলী দেখে অনুমান করা হয় অষ্টাদশ শতকের মাঝামাঝি সময়ে স্থাপত্যটি তৈরি করা হয়েছিল। মহানাদ হুগলি জেলার একটি প্রসিদ্ধ ঐতিহাসিক স্থান এখানে থেকে প্রচুর প্রত্নতাত্ত্বিক সামগ্রী পাওয়া গেছে। গুপ্ত যুগের কিছু নিদর্শন ভারতীয় জাদুঘরে সংরক্ষিত […]

Read More
একরত্ন Ek Ratna

মদনমোহন মন্দির Madanmohan Temple

বিষ্ণুপুরের নগর দেবতা মদনমোহনের এক রত্ন মন্দিরটি এক কথায় অনবদ্য। মাকড়া পাথরের ভিত্তি ভূমির উপরে টেরাকোটা অলঙ্করণ সমৃদ্ধ মন্দিরটি তৈরি হয়েছিল ১৬৯৪ খ্রিস্টাব্দে। ধনুক আকৃতি বাঁকা চালার উপরে স্থাপিত শিখরটি অনবদ্য। মন্দিরের প্রতিষ্ঠা লিপিটি এইরকম –“শ্রী রাধাব্রজরাজনন্দন পদাম্ভজেষু তৎ প্রীতয়ে মল্লাব্দে ফনীরাজশীর্ষগনিতে মাসে শুচৌ নির্মলেসৌধং সুন্দররত্নমন্দিরমিদং সার্ধংস্বচেতোহলিনাশ্রীমদ্দুর্জন সিংহ ভুমিপতিনা দত্তং বিশুদ্ধাত্মনা        ১০০০”এটি পাঠে বোঝা যায় […]

Read More