
মালদা থেকে ১৬ কিলোমিটার দূরে আদিনায় একলাখী সমাধি ভবনের পাশে কুতুব শাহি মসজিদ অবস্থিত। কুতবুল আলমের বংশধর মোঃ আল খালিদ এর পুত্র মঘদুম শেখ এই মসজিদটি ৯৯০ হিজরী তে তৈরি করেন। এই স্থাপত্যটি সোনা মসজিদে নামেও পরিচিত। ইট এবং পাথর দিয়ে এই মসজিদটি তৈরি হয়েছিল।
অক্ষত অবস্থায় এর গম্বুজের সংখ্যা ছিল দশ। ভেতর দিকে চার ফুট ছয় ইঞ্চি উচ্চতা বিশিষ্ট প্রবেশ পথ দিয়ে ৪ ফুট ১১ ইঞ্চি দৈর্ঘ্য এবং ৪ ফুট প্রস্থ বিশিষ্ট একটি বেদীতে পৌঁছানো যায়। সাতটি সিঁড়ি বেয়ে এই বেদীতে উঠতে হয়। এখনো মেহেরাবে কিছু অলংকরণ দেখা যায়। মসজিদের ভেতরে চারটি স্তম্ভ এখনো বিদ্যমান। স্থাপত্যটির চার কোনে চারটি গোলাকার বিশিষ্ট বুরুজ আছে। হয়তো এই বুরুজ গুলোর শীর্ষ দেশ কখনো হলুদ মিনা করা টালিতে আচ্ছাদিত ছিল, তাই এর নাম হয়েছিল সোনা মসজিদ। এখন এর কোন চিহ্ন নেই।
The Qutub Shahi Mosque is located next to the Eklakhi Tomb in Adina, 16 kilometers from Malda. This mosque was built in 990 Hizri by Md. Al Khalid's son, Moghdum Sheikh, a descendant of Qutb-ul-Alam.This structure is also known as the Golden Mosque. This mosque was built with bricks and stones.
The number of its domes in its intact state was ten. Inside, a four-foot-six-inch-high entrance leads to an altar measuring 4 feet 11 inches long and 4 feet wide. Seven steps lead up to the altar. Some decorations can still be seen on the mehrab. Four pillars still exist inside the mosque.The structure has four round towers at its four corners. Perhaps the tops of these towers were once covered with yellow enamel tiles, hence the name Golden Mosque. There is no trace of it now.