
বর্ধমান জেলার কালনা মহকুমার অম্বিকা কালনার ইতিহাস সুদীর্ঘ। কালনা শহরের প্রাচীনতম পুরাকীর্তি ১৪৮৯ খ্রিস্টাব্দের একটি মসজিদ। গবেষক যজ্ঞেশ্বর চৌধুরীর মতে অম্বিকা কালনার নামকরণ করা হয়েছিল হিন্দু দেবী দুর্গার নামে । পরবর্তী পর্যায়ে অম্বিকা কালনার পুরাকীর্তি গুলি তৈরি হয়েছিল বর্ধমান রাজ বংশের আনুকূল্যে।
বর্ধমান রাজবাড়ী প্রাঙ্গণে বিভিন্ন সময়ে যে মন্দিরগুলি প্রতিষ্ঠিত হয়েছিল তার মধ্যে অন্যতম লালজী মন্দির।
মন্দির প্রাঙ্গণের ভেতরে ঢুকলে প্রথমেই বাঁদিকে দেখা যাবে দেউল ঘরানার প্রতাপেশ্বর মন্দির ( ১৮৪৯ খ্রিস্টাব্দ )তারপরে আট কোনা রাসমঞ্চ (১৭৫৮ খ্রিস্টাব্দ)তারপর ছোট গেট দিয়ে ঢুকে ২৫ রত্ন লালজী মন্দির (১৭৫০ খ্রিষ্টাব্দ) , লালজী মন্দিরের মধ্যে আরেকটি মন্দির আছে গিরি গোবর্ধন (১৭৫৮ খ্রিস্টাব্দ) । লালজী মন্দির থেকে বের হয়ে বাঁদিকের পাঁচটা আটচালা শিব মন্দির, একটি দালান মন্দির । পাঁচটি শিব মন্দির তৈরি হয়েছিল যথাক্রমে ১৭৬৩ খ্রিস্টাব্দ, ১৭৬৫ খ্রিস্টাব্দ ১৮৪২ খ্রিস্টাব্দ ১৮৪৫ খ্রিস্টাব্দে আরেকটি মন্দিরের প্রতিষ্ঠাকাল জানা যায় না। সামনে পাঁচিলের ও পারে ডানদিকে ২৫ রত্ন কৃষ্ণচন্দ্র মন্দির (১৭৫২ খ্রিস্টাব্দ) এবং বাঁয়ে শিব মন্দির অবস্থিত।
রাজবাড়ী মন্দির কমপ্লেক্স এর প্রবেশ পথের ঠিক উল্টোদিকে ১০৮ শিব মন্দির (১৮০৯ খ্রিস্টাব্দ) অবস্থিত।
একই প্রাঙ্গণের মধ্যে এতগুলি টেরাকোটা কারুকার্য শোভিত স্থাপত্য এক বিরল ঘটনা। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে যে ছটি পঁচিশরত্ন মন্দির আছে তার দুটি এই প্রাঙ্গণের মধ্যে অবস্থিত।
বর্তমান ওয়েবসাইটের সংশ্লিষ্ট পাতায় মন্দির গুলির ছবি ও বিবরণ আছে।
Ambika Kalna in Kalna sub-division of Burdwan district has a long history. The oldest monument in Kalna city is a mosque dating back to 1489 AD. According to eminent researcher Yagneshwar Chowdhury, Ambika Kalna was named in the name of Hindu goddess Durga.
In the later stage, the monuments of Ambika Kalna were built in the favour of the Burdwan royal dynasty. The Lalji Temple , is one of the temples that were established at various times, in the premises of the Burdwan palace.
When you enter the temple premises, you will first see on the left the Pratapeshwar Temple of the Deul Gharana (1849 AD), then the octagonal shaped Rasmancha (1758 AD), then through the small gate you will see the 25 pinnacled Lalji Temple (1750 AD) . There is another temple inside the Lalji Temple, Giri Govardhan (1758 AD). Coming out of the Lalji Temple, on the left are five Atchala Shiva temples and a Dalan temple. Five Shiva temples were built in 1763 AD, 1765 AD, 1842 AD, and 1845 AD respectively. The date of the foundation of another temple is not known. In front of the wall and on the right side is the 25 pinnacled Krishnachandra Temple (1752 AD) and on the left is the Shiva Temple.
108 Shiva Temple (1809 AD) is located just opposite the entrance of the Rajbari Temple Complex.
It is a rare occurrence to have so many terracotta-adorned structures in the same compound. Incidentally, two of the six Panchisharatna ( 25 pinnacled ) temples in West Bengal are located in this compound.
The relevant pages of the current website have pictures and descriptions of the temples.