
বীরভূম জেলার দুবরাজপুরে ওঝাপাড়ায় একটি ত্রয়োদশরত্ন মন্দির রয়েছে। এলাকাটিকে নামোপাড়াও বলা হয়। পাঁচটি শিব মন্দিরের গুচ্ছ নিয়ে মন্দির গুলি গড়ে উঠেছে। ত্রয়োদশরত্ন মন্দিরটির দুপাশে দুটি দেউল রীতির মন্দির সন্নিবেশিত হয়েছে। মন্দিরগুলি পাশাপাশি থাকলেও সেগুলি বারান্দাহীন। আরো দুটি মন্দির পাশে রয়েছে। সব গুলোরই উপাস্য দেবতা শিব। এলাকায় এর পরিচিতি পঞ্চ শিবমন্দির নামে।
এ সম্বন্ধে ত্রয়োদশ রত্ন মন্দির অংশে ' পঞ্চ শিবমন্দির'' পাতায় বিস্তারিত আলোচনা করা হয়েছে।
There is a Triodasharatna temple in Ojhapara, Dubrajpur, Birbhum district. The area is also called Namopara. The temples are built with a cluster of five Shiva temples. Two Deul style temples are inserted on either side of the Triodasharatna temple.Although the temples are side by side, they are without balconies. Two more temples are located nearby. All of them are dedicated to the god Shiva. It is known in the area as the Pancha Shiva Temples.
This has been discussed in detail on the 'Pancha Shiv Mandir ' page in the Thirteenth
Ratna Temple section.