image

এক বাংলা (দোচালা) Ek Bangla ( Do Chala)

ek bangla

একচালা হল চালা রীতির সবচেয়ে সরল রূপ। আয়তাকার বা বর্গাকার একটা ঘরের পেছনের দেয়াল থেকে সামনের দেয়ালটা একটু নিচু।। পাশের দুটি দেয়াল পেছনের দেয়াল থেকে সামনের দেয়াল পর্যন্ত ঢালু ভাবে তৈরি হয় এবং তার উপরে চালা চাপানো হয়।
দোচালা মন্দিরের আয়তনে দৈর্ঘ্য হয় প্রস্থের দ্বিগুণ। স্বাভাবিকভাবে পিছনের দেয়াল এবং সামনের দেয়াল অনেকটা লম্বা হয়। এবারে চালা সামনের দিক থেকে এবং পেছন দিক থেকে উঠে আসতে আসতে একটু উপরে গিয়ে একসাথে মিলে যায়। এটা এমন ভাবে তৈরি হয় যে দুটি চালার মিলন রেখা, ঘরের ঠিক মাঝখানের ওপরে থাকে। দৃশ্যতঃ বাংলার কুটিরের সাথে এই দোচালা মন্দিরের কোন পার্থক্য নেই।
শিখর এবং ভদ্র মন্দিরে বার থেকে গণ্ডি হয় অনেক বেশি উঁচু। কিন্তু এই দোচালা রীতিতে মন্দিরের চূড়া, একটু পরেই মিলিত হয়ে যায়। এটাকেই বলা হয় এক বাংলা দোচালা রূপ।
আবার একটা বর্গাকার উঠোন কে মাঝখানে রেখে এরকম চারদিকে চারটে এক বাংলা মন্দির তৈরি হলে তাকে বলা হয় চার বাংলা মন্দির।
এই মন্দির গুলির উৎকল্পনা বা নির্মান কৌশলের খুব বেশি পার্থক্য না থাকলেও অলংকরণের দিক থেকে প্রত্যেকটা মন্দির স্বতন্ত্র।

The Ekchala is the most basic form of Chala architecture, characterized by a rectangular or square room with a slightly lower front wall than back wall. The two side walls slope inward from the back to the front, supporting a single chala (roof) above.

The Dochala temple is a more complex design, twice as long as it is wide, with a longer back and front wall. The chalas rise from both the front and back, meeting at a point above the room’s center. Visually, the Dochala temple closely resembles traditional Bengali cottages.

In contrast to the taller Sikhara and Bhadra temples, the Dochala style features a lower, more subdued summit. This distinctive design is known as the Ek bangla Dochala form. When four Ek bangla do chala  temples are built around a central square courtyard, it is referred to as a Char Bangla temple. While the design and construction techniques of these temples share similarities, each one boasts unique decorative elements that distinguish it from others.

চারবাংলা মন্দির Char Bangla Temple

মুর্শিদাবাদের আজিমগঞ্জ রেলস্টেশন থেকে এক কিলোমিটার দূরে বড়নগর গ্রাম। এই গ্রামে চার বাংলা রীতির যে মন্দিরগুলি অবস্থান করছে তা বাংলার টেরাকোটা শিল্প ঐতিহ্যের এক অপরূপ নিদর্শন। তৎকালীন সময় নাটোরের রাজার রাজশাহী – জমিদারীর কেন্দ্র ছিল বড়নগর। এখানে রানী ভবানী যে মন্দিরগুলি তৈরি করেছিলেন তার মধ্যে চার বাংলা মন্দিরগুলি উল্লেখযোগ্য। একটি চৌকো প্রাঙ্গণের চারদিকে চারটি এক […]

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *