
বীরভূম জেলায় বোলপুর থানার অন্তর্গত একটি গ্রাম ইটান্ডা। বোলপুর থেকে ১৫ কিলোমিটার দূরে গ্রামটি অবস্থিত। এই গ্রামে বাজার পাড়ায় একটি পঞ্চরত্ন ঘরানার মন্দির আছে।মন্দিরটি ১২৩৫ বঙ্গাব্দ বা ১৭৫০ শকাব্দে প্রতিষ্ঠিত ।দক্ষিনমুখী মন্দিরটি আবহেলিত হয়ে পড়ে আছে।
Itanda is a village under Bolpur police station in Birbhum district. The village is located 15 kilometers away from Bolpur. There is a Pancharatna temple in the Bazar Para of this village. The temple was established in 1235 Bengali or 1750 Shaka. The south-facing temple is in a dilapidated condition.