image

আমাদপুর দোল মঞ্চ সংলগ্ন একগুচ্ছ মন্দির A group of temples adjacent to the Amadpur Dol Mancha

পূর্ব বর্ধমান জেলার মেমারি এক ব্লকে আমাদ পুর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ হরিসভা পাড়ায় চৌধুরী পরিবার কর্তৃক প্রতিষ্ঠিত দোল মঞ্চ সংলগ্ন একগুচ্ছ মন্দির আছে।
পাশাপাশি দুটি আটচালা শিব মন্দির প্রত্যেকটি ১০ ফুট দৈর্ঘ্য এবং ১0 ফুট প্রস্থ বিশিষ্ট , উচ্চতা ২০ ফুট। মন্দির গুলির সামনের দিকে কিছু টেরাকোটার লতাপাতার ফলক আছে।
এই পরিবার প্রতিষ্ঠিত আরেকটি শিব মন্দির বৈচিত্র্যময়। দু ফুট ভিত্তি ভূমির উপরে একটি আটকোনা স্থাপত্যের উপর আটচালা মন্দির তৈরি হয়েছে। মন্দিরটির দৈর্ঘ্য ১০ ফুট প্রস্থ ১০ ফুট এবং উচ্চতা ২৫ ফুট। এই মন্দিরের সামনেও কিছু লতাপাতা  সমৃদ্ধ টেরাকোটার কাজ আছে।
সমস্ত মন্দিরগুলি নতুনভাবে রং করে সংস্কার করা হয়েছে ফলে টেরাকোটার গরিমা সেভাবে ফুটে ওঠে না।

There is a cluster of temples adjacent to the Dol Mancha established by the Chowdhury family in Harishaba Para under Amad Pur Gram Panchayat in Memari Block of East Burdwan District.
Alongside are two Atchala Shiva temples, each 10 feet long and 10 feet wide, and 20 feet high. There are some terracotta leaf panels in front of the temples.
Another Shiva temple established by this family is diverse. The Atchala temple is built on an octagonal structure on a two-story building. The temple is 10 feet long, 10 feet wide and 25 feet high.There is also some terracotta work in front of this temple with some leafy carvings.
All the temples have been newly painted and renovated, so the glory of the terracotta does not shine through in the same way. 

Related Articles

গুচ্ছ মন্দির Cluster of Temples

খড়ার জোড়া শিবমন্দির Kharar Twin Shib Temple

পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার খড়ার পৌরসভার মধ্যে মাঝি পাড়ায় যে মন্দিরগুলি গড়ে উঠেছে তার মধ্যে সীতা রামের ১৩ রত্ন মন্দিরটি উল্লেখযোগ্য। এই মন্দিরের পাশেই দুটি শিব মন্দির আছে। শশীশেখর এবং মৃত্যুঞ্জয় শিবের মন্দির দুটি আটচালা। মন্দির দুটির বিশেষ বৈশিষ্ট্য এর প্রতিষ্ঠা লিপি গুলি থেকে কবে কে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন এবং প্রতিষ্ঠার কারিগর কারা ছিলেন […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

হরিপাল শিব মন্দির গুচ্ছ Haripal Shiv Temple Cluster

হুগলি জেলার হরিপাল থানার মধ্যে রায় পাড়াতে সর্ব প্রাচীন যে মন্দিরটি আছে সেটি হল ১৬৫৪ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত রাধাগোবিন্দ মন্দির। এই মন্দির এবং দুর্গা দালান সংলগ্ন “সাতবাড়ি রায়বংশীয় শ্রী শ্রী রাধা গোবিন্দ জিউ” প্রবেশ তোরণের সামনে পাঁচটি শিব মন্দির আছে। রায় বংশ প্রতিষ্ঠিত মোট বারোটি শিব মন্দির এই গ্রামে আছে। প্রাঙ্গনের সামনে একটি অতি প্রাচীন আটচালা […]

Read More
গুচ্ছ মন্দির Cluster of Temples

জোড়া শিব বামাকালি মন্দির Jora Shib & Bamakali Temple

বর্ধমান  জেলার মেমারি থানার অন্তর্গত দেবীপুর এক বর্ধিষ্ণু গ্রাম। এই গ্রামে সিংহ পরিবার প্রতিষ্ঠিত লক্ষ্মী জনার্দন মন্দিরটি এক অতি সুন্দর পুরা কীর্তি। এই মন্দিরে যাবার পথে গ্রামের ঢোকার সময় বাঁ হাতে একই ভিত্তি ভূমির উপরে তিনটি মন্দির নিয়ে একটি পুরা কীর্তি আছে। দুপাশে দুটি আটচালা শিব মন্দিরের মাঝখানে বামা কালীর মন্দির রয়েছে। বামা কালীর মন্দিরটি […]

Read More