image

আনন্দ ভৈরবী মন্দির Anada Bhairabi Temple

হুগলি জেলার সুখারিয়া গ্রামে প্রতিষ্ঠিত ২৫ রত্ন মন্দিরের এক অপরূপ নিদর্শন আমরা দেখতে পাই আনন্দ ভৈরবী মন্দিরে। সুধীর কুমার বিদ্যা বিনোদ  লিখিত হুগলি জেলার ইতিহাস গ্রন্থে জানা যায় যে -
নদীয়ার রাজা কৃষ্ণচন্দ্রের সাথে মনমালিন্য হওয়ার কারণে আনন্দরাম মুস্তৌফি এই অঞ্চলে বসবাস করতে শুরু করেন। বর্ধমান রাজাদের সাথে এই পরিবারের হৃদ্যতা ছিল। মন্দিরের প্রতিষ্ঠা লিপিতে দেখা যায় যে বীরেশ্বর মুস্তৌফি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন। Mitra mustafi family history  অনুসার মন্দিরটি প্রতিষ্ঠা হয় ১৮১৩ সালে।
অনুমান করি বর্ধমান রাজ পরিবারের সাথে সম্পর্কিত হওয়ার কারণে কালনা অঞ্চলের যে ২৫ চূড়া মন্দিরগুলি দেখতে পাওয়া যায় সেই স্থাপত্য অনুসারে এই মন্দিরটা নির্মিত হয়েছিল।
মূল মন্দিরটির প্রথম ছাদে বারটি চূড়া পরবর্তী ছাদে আটটি চূড়া তৃতীয় ছাদে চারটি চূড়া এবং একটি কেন্দ্রীয় চূড়াসহ এই ২৫ রত্ন মন্দিরটি তৈরি হয়েছে। ত্রিখিলান  প্রবেশপথ যুক্ত মন্দির টি র তিন পাশে বারান্দা রয়েছে।
শিবের বুকের ওপর উপবিষ্ট আনন্দময়ী কালীর মূর্তি এখানে পূজিত হয়।
মন্দিরটিতে প্রচুর টেরাকোটা অলংকৃত ফলক রয়েছে। সংস্কারের প্রাবল্যে এবং নির্দিষ্ট সময় অন্তর অন্তর পুরো মন্দিরটির রং করার ফলে টেরাকোটা কারুকার্য বিনষ্ট হয়েছে।। অনেক ক্ষেত্রে রঙের ওপর রঙ তার ওপরে রঙ চাপার ফলে পলেস্তারা শুদ্ধ খুলে বেরিয়ে আসছে।
মন্দির প্রাঙ্গণে দুটি পঞ্চরত্ন এবং দশটি আটচালা মোট বারোটি শিব মন্দির আছে।

We see a wonderful example of the 25 Ratna Temple established in the village of Sukharia in Hooghly district in the Anand Bhairavi Temple. In the history of Hooghly district written by Sudhir Kumar Vidya Vinod, it is known that -Anandaram Mustaufi started living in this region due to a disagreement with the Nadia king Krishnachandra. This family had cordial relations with the Burdwan kings. The foundation inscription of the temple shows that Bireshwar Mustaufi founded this temple. According to Mitra mustafi family history, the temple was established in 1813.
I guess this temple was built according to the architecture of the 25 peak temples that can be seen in the Kalna region due to its connection with the Burdwan royal family.This 25 ratna temple is built with twelve churas on the first roof of the main temple, eight churas on the second roof, four churas on the third roof and a central chura.  The temple, which has a three-arched entrance, has verandas on three sides.

The idol of Anandamayi Kali, seated on the chest of Shiva, is worshipped here.
The temple has many terracotta decorated panels. Due to the influence of renovations and the periodic painting of the entire temple, the terracotta artwork has been destroyed.
In many cases, the plasters are coming out clean as a result of layering color on top of color.
There are a total of twelve Shiva temples in the temple premises, two Pancharatna and ten Atchala.

Related Articles

পঁচিশ রত্ন Panchabingsati Ratna

নশিপুর ২৫ রত্ন মন্দির Nasipur 25 ratna Temple

Normal বাংলায় যে ৬টি ২৫ চূড়া মম্দির রয়েছে তার মধ্যে মুর্শিদাবাদে নসিপুরের মন্দিরটি অন্যতম। নসিপুরের রাজবাড়ির ভেতরে এই মন্দিরটির অবস্থান। মন্দিরের গায়ে মার্বেল পাথরের একটি ফলকে দেখা যায় যে এর প্রতিষ্ঠাকাল ১৭৯৩ সাল। তৎকালীন জমিদার দেবী সিং রাজবাড়িটি নির্মান করেন ১৭৭৬ সালে এবং মন্দিরটি রাজা উদমন্ত সিংহ প্রতিষ্ঠা করেন ১৭৯৩ সালে। মন্দিরের মধ্যে এবং রাজবাড়ির […]

Read More
পঁচিশ রত্ন Panchabingsati Ratna

শ্রীধর মন্দির Sridhar Temple

পশ্চিমবঙ্গে যে ছটি পঁচিশ রত্ন মন্দিরের সমাহার ঘটেছে তার মধ্যে বাঁকুড়া জেলার সোনামুখীর শ্রীধর মন্দিরটি অন্যতম। খৃষ্টিয় ১৭ শতকে জগন্মোহন পন্ডিতের “দেশাবলি বিবৃতি” শীর্ষক বইয়ে এই গ্রামটি তন্তুবায়দের গ্রাম বলে উল্লেখ করা হয়েছে। ইংরেজ আমলে সুতি কাপড় রেশম , লাক্ষা এসবের কারবার এখানে হতো। তৎকালীন সময় এরা সুবর্ণ বণিক সম্প্রদায়েরাই এখানে বিভিন্ন মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। […]

Read More
পঁচিশ রত্ন Panchabingsati Ratna

গোপাল জীউ মন্দির Gopal Jiu Temple

পশ্চিমবঙ্গে অবস্থিত ছটি ২৫ চূড়া মন্দিরের মধ্যে তিনটি বর্ধমান জেলার কালনায় অবস্থিত। রাজবাড়ীর মন্দির প্রাঙ্গণের বাইরে এরকম একটি মন্দির হল। গোপাল জিউর পূর্বমুখী মন্দিরটি , ১৭৬৬ খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল। শুরুতে মন্দিরের টেরাকোটার কাজগুলি যে অপূর্ব অবস্থায় ছিল বর্তমানে তা অনেকাংশে নষ্ট হয়ে গেছে। মহারাজা তিলক চাঁদের আমলে তৈরি হওয়া অপূর্ব টেরাকোটা কাজ সম্বলিত চূড়ামন্দির গুলির […]

Read More