image

জাফর খাঁ গাজী মসজিদ Jafar Khan Gazi Mosque

হুগলি জেলার ত্রিবেণীতে অন্যতম প্রাচীন সৌধ জাফরখান গাজীর দরগা। স্থাপত্যটি দুটি অংশ নিয়ে গঠিত, মসজিদ এবং দরগা। একটি উঁচু ঢিবির ওপরে সমস্ত স্থাপত্যটি রয়েছে। ১২৯৮ সালে দিল্লির সুলতানের সেনাপ্রধান জাফর খান গাজী এই দরগাটি তৈরি করেন। দশ গম্বুজযুক্ত প্রাচীন স্থাপত্যটি তৈরি হয় ১৩১৫ খ্রিস্টাব্দ। এতাবৎ কাল পর্যন্ত পাওয়া মসজিদগুলির মধ্যে এটি প্রাচীনতম।
এই স্থাপত্যটি নিয়ে শ্রদ্ধেয় রাখালদাস বন্দ্যোপাধ্যায় , শ্রদ্ধেয় বিনয় ঘোষ, নরেন্দ্রনাথ আচার্য তাদের লেখনীর মাধ্যমে বিস্তারিত তুলে ধরেছেন। অনেক আলোচনা হয়েছে যে এটি পুর্বে কোন হিন্দু মন্দির ছিল কিনা, কোন বৌদ্ধ মন্দির ছিল কিনা এইসব নিয়ে।
বিশেষত মুসলিম স্থাপত্যে কোন দেবতা ,মানুষ,  পশু পাখির চিত্র থাকেনা , কিন্তু এই স্থাপত্যটিতে বিভিন্ন দেবদেবী মানুষের ফলক লাগানো আছে। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ফলকে লেখা আছে ".... মসজিদ ও সমাধি দুটোতেই আগের কোন কাঠামোর স্থাপত্য শিল্প ও ভাস্কর্যযুক্ত প্রস্তর ব্যবহৃত হয়েছে।"
দরগাটি ছাদ বিহীন এবং দুটো অংশে বিভক্ত। পাথরের দেয়াল এবং পাথরের ভিত্তির উপরে নির্মিত এই সমাধির পূর্ব অংশে জাফরখান গাজী, তার দুই পুত্র আইন খান গাজী ও ঘাইন খান গাজী এবং তৃতীয় পুত্র বড়খান গাজীর পত্নীর সমাধি আছে। অন্যদিকে বড় খান এবং তার দুই পুত্র রহিম খান ও করিম খানের সমাধি আছে। দরগাটির বাইরের দিকে ভিত্তি ভূমির ওপর বেশ কিছু দেব-দেবী মানুষ তাদের ফলক উৎকীর্ণ করা পাথর আছে।
দরগার পশ্চিম দিকের চত্বরে মসজিদটি অবস্থিত। একসময় এখানে দশটি গম্বুজ ছিল। খিলান সম্বলিত বারান্দা গুলি দর্শনীয়। এই স্থাপত্য এর মধ্যেও কিছু দেব মূর্তি লক্ষ্য করা যায়।
আরবি ভাষায় লিখিত ছটি ফলক এখানে আছে। এই ফলক লিপি থেকেই জানা যায় জাফরখান গাজী। ১২৯৮ খ্রিস্টাব্দে এই মসজিদটি নির্মাণ করেছিলেন।

One of the oldest monuments in Tribeni, Hooghly district is the Dargah of Zafar Khan Ghazi. The structure consists of two parts, the mosque and the Dargah. The entire structure is located on a high land. This Dargah was built in 1298 by Zafar Khan Ghazi, the army chief of the Sultan of Delhi.The ancient structure with ten domes was built in 1315 AD. It is the oldest mosque found to date.

This architecture has been described in detail by respected Rakhaldas Banerjee, respected Vinay Ghosh, and Narendranath Acharya through their writings. There has been much discussion about whether it was a Hindu temple or a Buddhist temple in the past.
Especially in Muslim architecture, there are no images of gods, humans, animals or birds, but this architecture has plaques of various gods and humans. The Archaeological Survey of India plaque reads ".... Both the mosque and the tomb architectural and sculptured stone members of earlier structures have been used. "
The dargah is roofless and divided into two parts and built on stone walls with a stone foundation, The eastern part of this tomb,  contains the tombs of Zafar Khan Gazi, his two sons Ain Khan Gazi and Ghain Khan Gazi, and the wife of the third son Bara Khan Gazi.On the other side are the tombs of Bara Khan and his two sons Rahim Khan and Karim Khan. On the outside of the dargah, on the foundation ground, there are several stones with the inscriptions of gods and goddesses.

The mosque is located in the western courtyard of the dargah. It once had ten domes. The arched verandas are spectacular. Some idols of gods can be seen in this architecture.
There are six tablets written in Arabic here. From these tablets it is known that Zafar Khan Gazi built this mosque in 1298 AD.